MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় বিমান হামলা : নিহত ২২

In আন্তর্জাতিক - Jul 09 at 9:47am
যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় বিমান হামলা : নিহত ২২

যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় বিমান হামলা অব্যাহত রয়েছে। সরকার ঘোষিত যুদ্ধবিরতির তৃতীয় দিনে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ইডলিব শহরে বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানায়, পশ্চিম ইডিলিবের তুরস্ক সীমান্তের দারকুশ শহরে এ বিমান হামলায় আরও কয়েক ডজন লোক মারাত্মক আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে ওই মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান রামি আবদেল রহমান সাংবাদিকদের বলেন, এ বিমান হামলায় এখন পর্যন্ত একজন শিশু ও সাতজন নারীসহ মোট ২২ জন নিহতের খবর পাওয়া গেছে।

জানা যায়, দারকুশ শহরটি আল-কায়েদার অনুসারী আল-নুসরা ফ্রন্ট এবং স্থানীয় বিদ্রোহী গ্রুপ দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে।

শহরের একজন মানবাধিকার কর্মী তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, হামলায় নিহত কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে এবং বাকিদের তুরস্কের সীমান্তবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, এ বিমান হামলা কারা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5247
Post Views 86