MysmsBD.ComLogin Sign Up

ক্যারিবিয়ানে কোহলিদের দারুণ সময়

In ক্রিকেট দুনিয়া - Jul 08 at 11:09pm
ক্যারিবিয়ানে কোহলিদের দারুণ সময়

ক্যারিবিয়ানে পৌঁছে শুরুটা ভালোই হলো বিরাট কোহলিদের। না খেলা এখনো শুরু হয়নি। হবে। তার আগে ইয়োগা দিয়ে দিন শুরু করে, সমুদ্র সৈকতে ভলিবল খেলে, ক্যারিবিয়ান খাবার উপভোগে ভালোই কাটছে তাদের। ধ্যানের ছবি দেখে মনে হবে কোহলির নেতৃত্বে একদল ভারতীয় ইন্দ্রিয়ের সাধনায় মগ্ন। তেমন কিছু ছবি নিয়েই এই আয়োজন।

বৃহস্পতিবার সেন্ট কিটসে পৌঁছেছে ভারত দল। সেখানেই ৯ থেকে ১০ জুলাই এবং ১৪ থেকে ১৬ জুলাই পর্যন্ত দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে তারা। তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশ।

২১ জুলাই থেকে ২৫ জুলাই অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট। এরপর জ্যামাইকার কিংস্টনে ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত দ্বিতীয় টেস্ট। গ্রস আইসলেটে ৯ থেকে ১৩ আগস্ট তৃতীয় টেস্ট। আর শেষ টেস্ট ১৮ থেকে ২২ আগস্ট ত্রিনিদাদে।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1522
Post Views 454