MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সালমান আর ঋত্বিকের জন্য রিলিজ জটিলতায় ‘রইস’

In সিনেমা জগৎ - Jul 08 at 10:53pm
সালমান আর ঋত্বিকের জন্য রিলিজ জটিলতায় ‘রইস’

ভয়ে নয়, সালমানের সঙ্গে বোঝাপড়া করেই ‘‌রইস’‌–এর মুক্তি পিছিয়েছেন। ঈদের দিন জানিয়ে দিলেন শাহরুখ খান। ইদে বরাবর সালমানের ছবিই মুক্তি পায়। সেই মতো শুটিংয়ের শুরু থেকেই ঠিক ছিল, ২০১৬–এর ইদে মুক্তি পাবে ‘‌সুলতান’‌।

সব জেনেও শাহরুখ ‘‌রইস’‌–এর মুক্তির জন্য ইদের দিনই বেছেছিলেন। কিন্তু তার পর আচমকাই ‘‌রইস’‌–এর মুক্তি পিছিয়ে দেন। কানাঘুষো শুরু হয়, ‘‌সুলতান’‌–এর ট্রেলর দেখে ভয় পেয়ে গেছেন বাদশা। এবার সেই গুজবই খারিজ করলেন শাহরুখ। বললেন, বড় বাজেটের ছবি তৈরির খরচ তুলতে গেলে অন্তত ৪০০০ প্রেক্ষাগৃহে ছবিটিকে মুক্তি পেতে হয়। দুটি বড় বাজেটের ছবি এক দিনে মুক্তি পেলে কখনোই সেটা সম্ভব নয়। ফলে প্রযোজকরা ক্ষতির মুখে পড়েন। এই নিয়ে সালমানের সঙ্গে কথা বলেই ‘‌রইস’‌ মুক্তির দিন পিছিয়ে দেন।

তাছাড়া ছবির কয়েকটি দৃশ্য ফের শুট করতে চান শাহরুখ। সেই কাজও চলছে। আপাতত ২৫ বা ২৬ জানুয়ারি ‘‌রইস’‌ মুক্তি পাবে। তখন আবার ঋত্বিক রোশনের ‘‌কাবিল’‌ মুক্তির কথা। শাহরুখ জানালেন, ঋত্বিক ও তার বাবা রাকেশ রোশনের সঙ্গে কথা চলছে। শিগগিরই সুরাহা হয়ে যাবে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5264
Post Views 280