MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

‘আমির, সালমান আমার চেয়ে বড় তারকা’

In বিবিধ বিনোদন - Jul 08 at 5:40pm
‘আমির, সালমান আমার চেয়ে বড় তারকা’

বলিউডের খান ত্রয়ী শাহরুখ, আমির এবং সালমানের মধ্যে সেরা কে? এ প্রশ্ন নিয়ে বিতর্ক কম হয়নি। তাদের নিজ নিজ ভক্তরা নানাভাবেই পছন্দের তারকাকে সেরা প্রমাণের চেষ্টা করে থাকেন।

তবে বলিউড কিং শাহরুখ খান জানালেন, হিন্দি সিনেমা জগতে আমির এবং সালমান তার চেয়ে বড় তারকা।

সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেন শাহরুখ খান। তিনি বলেন, ‘আমি মনে করি আমি, আমির এবং সালমান একে অন্যকে খুবই পছন্দ করি। তারা আমার চেয়ে বড় তারকা। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি এমনটাই বলব। আপনি যদি সালমানকে জিজ্ঞাসা করেন তিনিও একই রকমভাবেই বলবেন। এটা পরস্পরের প্রতি শ্রদ্ধা।’

এছাড়া অনুষ্ঠানে নিজের পরবর্তী সিনেমা নিয়েও কথা বলেন শাহরুখ। পাশাপাশি আমিরের ‘দাঙ্গাল’ সিনেমার পোস্টার এবং সালমান খানের ‘সুলতান’ সিনেমা নিয়ে নিজের মতামত প্রকাশ করেন বলিউড বাদশা।

তবে ঢাকায় সন্ত্রাসী হামলা নিয়ে মুখ খুলতে রাজি হননি এ তারকা। জানিয়েছেন, এর আগে বিভিন্ন বিষয়ে মন্তব্য করে বিতর্কিত হয়েছেন আর নিজেকে বিতর্কে জড়াতে চান না তিনি।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5278
Post Views 244