MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মেসির মিস করা পেনাল্টির দাম ২৭ হাজার পাউন্ড!

In ফুটবল দুনিয়া - Jul 08 at 5:20pm
মেসির মিস করা পেনাল্টির দাম ২৭ হাজার পাউন্ড!

কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে পারেননি লিওনেল মেসি। দলের প্রথম পেনাল্টি নিতে এসে বল গ্যালারিতে পাঠিয়ে দেন। আর সে বল গিয়ে পড়ে ভাসকেজ নামক এক চিলি সমর্থকের হাতে।

আর তাতেই এই স্মারকটিকে কাজে লাগিয়ে বড় অঙ্কের অর্থপ্রাপ্তির স্বপ্ন দেখছেন এই চিলি সমর্থক।

শিরোপা হাতছাড়া হওয়ার দুঃখে​ জাতীয় দল থেকে অবসর নেয়া মেসি যদি তার সিদ্ধান্তে অটল থাকেন, তবে এটি হবে আর্জেন্টিনার জার্সিতে মেসির পা ছুঁয়ে আসা শেষ বল। আর সেই সঙ্গে কোপা আমেরিকা ফাইনালে মেসির পেনাল্টি মিসের স্মৃতি তো আছেই। সব মিলিয়ে অমূল্য এক স্মারকই পেয়ে গেলেন ভাসকেজ।

তাই ইতিমধ্যেই এই বলটি নিজের সংগ্রহে রাখতে অনেকেই কিনতে আগ্রহী। ভাসকেজ এই সুযোগটা কাজে লাগাতে চান। বলেন, বলটি পেয়ে ভালো লাগছে। তবে আমি বিক্রি করে দিতে পারি, এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে।

এভাবে দাম বাড়তে থাকলে হয়তো বিক্রি করে দেব।

বলটির দাম উঠেছে ২৭ হাজার পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লাখ টাকার বেশি। অদূর ভবিষ্যতে হয়তো এর মূল্য আরও বৃদ্ধি পাবে। আর এখানেই ভাসকেজের মূল ভয়, "সত্য হলো, বলটির দাম আরও বাড়লে আমার বাড়িতে এটা রাখা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।"

Googleplus Pint
Noyon Khan
Posts 2723
Post Views 265