MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ইলিয়ানা ও অক্ষয় কুমারের অন্তরঙ্গ মুহূর্ত ছড়িয়ে গেল ইন্টারনেটে!

In সিনেমা জগৎ - Jul 08 at 7:45am
ইলিয়ানা ও অক্ষয় কুমারের অন্তরঙ্গ মুহূর্ত ছড়িয়ে গেল ইন্টারনেটে!

এমনিতে বলিউডের এই নায়ককে রোমান্স গোপন করতে কেউ কোনও দিনই দেখেননি! চোখ রাখুন ইন্টারনেটে, দেখতে পাবেন স্ত্রীর সঙ্গে অক্ষয় কুমারের নানা অন্তরঙ্গ মুহূর্তের ছবি। তবে, এবারে ব্যাপারটা একটু অন্য। কেন না, অক্ষয় কুমারের রোমান্সের যে ভিডিওটি সম্প্রতি ইন্টারনেট মাতিয়েছে, সেখানে স্ত্রীটি টুইঙ্কল খান্না নন! তাহলে?
এখানে অক্ষয় কুমারের স্ত্রী ইলিয়ানা ডিক্রুজ!

মানে, এই রোমান্সের পুরো ব্যাপারটাই নায়কের নয়া ছবি ‘রুস্তম’-কে কেন্দ্র করে। সম্প্রতি মুক্তি পেল ‘রুস্তম’-এর নতুন গান ‘তেরে সঙ্গ ইয়ারা’। এই প্রথম যেখানে ধরা দিল রুস্তমের ব্যক্তিগত জীবন।

গানটিতে দেখা যাচ্ছে, রুস্তমের সঙ্গে তার স্ত্রীর প্রথম দেখার মুহূর্ত। সেখান থেকে প্রেম এবং বিয়ে। নানা অন্তরঙ্গ সময় যাপন এবং মধুর এক পারিবারিক জীবন। গানটি গেয়েছেন আতিফ আসলাম এবং সুর দিয়েছেন অর্কপ্রভ মুখোপাধ্যায়। গানটির কথা লিখেছেন মনোজ মুনতাশির।

ইতিমধ্যেই বলিউড-সঙ্গীতপ্রেমীদের মনে ঝড় তুলেছে গানটি! বাজি ধরাই যায়, এ বছরের অন্যতম সেরা রোমান্টিক বলিউড-গানের মধ্যে জায়গা করে নিতে চলেছে ‘তেরে সঙ্গ ইয়ারা’। দেখুন সেই রোমান্সের কয়েক ঝলক। উপভোগ করুন প্রেমমেদুর সুর-সফর।

Googleplus Pint
Noyon Khan
Posts 2768
Post Views 496