MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

অফলাইন ভিডিও দেখার সুবিধা আনছে ফেসবুক

In ইন্টারনেট দুনিয়া - Jul 07 at 11:59pm
অফলাইন ভিডিও দেখার সুবিধা আনছে ফেসবুক

এবার বোধহয় ইউটিউবের পিছে লাগছ ফেসবুক। ঠিক পিছে লাগা বলা ঠিক নয়, তাদের শক্তি প্রতিযোগী হতে চলেছে বিশ্বের এই সর্ববৃহৎ সোশাল প্লাটফর্ম। 'রিপোর্টস'-এর প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে অফলাইন ভিডিও নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে ফেসবুক। অর্থাৎ, পছন্দের ভিডিও ডাউনলোড করে পরে দেখতে পারবেন।

জুলাইয়ের ১১ তারিখ থেকে এ সেবা ভারতে চালু করবে বলে জানায় 'রিপোর্টস'। ক্রমেই এ সুবিধা সবাই পেতে শুরু করবেন।

ফেসবুক এক বিবৃতিতে বলে, ২০১৬ সালের জুলাইয়ের ১১ তারিখ থেকে এই অপশনটি খুব অল্প পরিসরে চালু করা হবে। তারা ফেসবুকের ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। এর জন্যে অবশ্য ভালো গতির ইন্টারনেট লাগবে।

তবে পেজে তুলে দেওয়া কোনো ভিডিও ইচ্ছা করলেই ডাউনলোড করা যাবে না। মনোনীত কিছু ভিডিও ডাউনলোড হবে। এর জন্যে পেজের 'সেটিংস' ট্যাব-এ যেতে হবে। সেখান থেকে 'প্রোহিবিট ডাউনলোডিং টু ফেসবুক ইন দ্য কনটেন্ট ডিস্ট্রিবিউশন রো' অপশনটি সিলেক্ট করতে হবে। সূত্র : হিন্দুস্তান টাইমস

Googleplus Pint
Jafar IqBal
Posts 1518
Post Views 56