MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আপিল করবেন মেসি

In খেলাধুলার বিবিধ - Jul 07 at 11:42am
আপিল করবেন মেসি

কর ফাঁকির দায়ে ২১ মাসের কারদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করবেন লিওনেল মেসি। বার্সেলোনার এই ফরোয়ার্ডের আইনজীবি জানিয়েছেন এ কথা।

২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকির জন্য বুধবার আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের বাবা হোর্হে মেসিকেও ২১ মাসের কারাদণ্ড দেয় স্পেনের একটি আদালত।

রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়ে মেসির আইনজীবি বিবৃতিতে বলেন, “শাস্তির সিদ্ধান্ত সঠিক নয় এবং আমরা আত্মবিশ্বাসী যে, আপিল দেখাবে আমরা ঠিক।”

“আমাদের আপিল সফল হওয়ার খুব ভালো সুযোগ আছে।”

স্পেনে সহিংস অপরাধ না করলে দুই বছরের নিচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না। তাই মেসি ও তার বাবার আগের কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকায় তাদের আপাতত কারাগারে যেতে হবে না।

তবে জরিমানার শাস্তি থেকে রেহাই পাবেন না তারা। আদালত মেসিকে ২০ লাখ ইউরো ও তার বাবাকে ১৫ লাখ ইউরো জরিমানা করেছে।

সরকারি আইনজীবীদের অভিযোগ, বেলিজ ও উরুগুয়েতে নিবন্ধিত কয়েকটি কোম্পানির মাধ্যমে মেসির ইমেজ স্বত্ব থেকে পাওয়া আয় গোপন করা হয়।

মেসি অবশ্য বার বার বলে আসছিলেন, তার আর্থিক বিষয়ে তিনি কিছুই জানেন না। সব দেখেন তার বাবা। তিনি শুধু ‘ফুটবল খেলেন’।

২০১৩ সালের অগাস্টে মেসি ও মেসির বাবা ফাঁকি দেওয়া কর আর এর সুদ বাবদ ৫০ লাখ ইউরো পরিশোধ করেছিলেন। তাতেও আর শাস্তি এড়ানো গেল না।

এরই মধ্যে বার্সেলোনা বিবৃতি দিয়ে জানিয়েছে, রায়ের ব্যাপারে মেসি ও তার পরিবার যে কোনো ‘অবস্থান’ নিলে ক্লাব তাদের পাশে থাকবে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5325
Post Views 354