MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মেসি না ফিরলে অবসর নেবেন আগুয়েরোও

In ফুটবল দুনিয়া - Jul 06 at 3:42pm
মেসি না ফিরলে অবসর নেবেন আগুয়েরোও

লিওনেল মেসি তার অবসরের সিদ্ধান্তে অটল থাকলে সের্হিও আগুয়েরোও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বলে দাবি করেছেন তার বাবা।

চিলির কাছে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে টাইব্রেকারে হারার পর সবাইকে অবাক করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি।

এর পরেই আগুয়েরো জানিয়েছিলেন, আর্জেন্টিনার আরও কয়েকজন খেলোয়াড় জাতীয় দলকে বিদায় বলার কথা ভাবছে।

জেরার্দো মার্তিনো কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আগুয়েরো আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চিত হয়ে পড়েন বলে জানান তার বাবা লিওনেল দেল কাস্তিয়ো।

“আমার বিশ্বাস, লিও চলে গেলে সের্হিও-ও বিদায় নেবে। নতুন খেলোয়াড়দের জন্য জায়গা ছেড়ে দেবে তারা।”

“প্রতিবেদকরা বলছে যে তারা (খেলোয়াড়রা) একটি চক্র পূরণ করেছে। তাই আমি মনে করি, পরবর্তী প্রজন্মের জন্য দরজা খুলে দেওয়া উচিৎ তাদের।”

জাতীয় দলে ২০০৬ সালে অভিষিক্ত আগুয়েরো আর্জেন্টিনার হয়ে ৭৭টি ম্যাচ খেলেন। এবারের কোপা আমেরিকায় অবশ্য একটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2625
Post Views 374