MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

দেহের বিনিময়ে রোল পাওয়ার প্রস্তাব পেয়েছিলেন সুরভিন চাওলা!

In বিবিধ বিনোদন - Jul 06 at 10:25am
দেহের বিনিময়ে রোল পাওয়ার প্রস্তাব পেয়েছিলেন সুরভিন চাওলা!

সাম্প্রতিক সময়ে তুমুল আলোচিত কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলছেন অনেক অভিনেত্রীই। সেই সূত্র ধরে এবার সরব হলেন সুরভিন চাওলা। কাস্টিং কাউচের অভিশাপ এসেছিল তার জীবনেও। ছবিতে সুযোগ দেওয়ার পরিবর্তে তার কাছে চাওয়া হয়েছিল শরীর।

বলিউডে সুরভিন চাওলা ধীরে ধীরে তার পায়ের তলার জমি তৈরির চেষ্টা করছেন। ‘‘হেট স্টোরি ২’’-তে তার অনবদ্য অভিনয় সকলের প্রশংসা পেয়েছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুরভিন চাওলা বলেছেন, তিনিও কাস্টিং কাউচের মুখোমুখি হয়েছিলেন। তবে সেটি বলিউডে নয়।

সুরভিন বলেছেন, ‘‘আমি এটা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি, বলিউডে আমি কাস্টিং কাউচের শিকার হইনি। তবে দক্ষিণ ভারতে আমি এর মুখোমুখি হয়েছিলাম। তবে আমি সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিই। জানি না, একে আমি কী বলব? ভাগ্যও বলতে পারি।’’

সুরভিন আরও বলেছেন, ‘‘আমি নিজের সম্মান রক্ষা করে চলতে চাই। আমার কাছে সেটাই মূল কথা। আর এটা নিয়ে কোনও রকম লেনদেনে আমি যাব না। আমার সঙ্গে যা হয়েছে, আমি তা নিয়ে বলতে পারি। বলিউডে কাস্টিং কাউচ নিয়ে নানা কথা চালু রয়েছে। কিন্তু আমাকে একবারের জন্যও সে সবের মুখে পড়তে হয়নি।’’

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5356
Post Views 1047