MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সিরিয়ায় আইএসের হামলায় নিহত ১৬

In আন্তর্জাতিক - Jul 06 at 10:07am
সিরিয়ায় আইএসের হামলায় নিহত ১৬

সিরিয়ার কুর্দি অধ্যুষিত হাসাকা শহরে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। জঙ্গি গোষ্ঠী ইসলামিকে স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রভিক্তিক মানবাধিকার প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস বলেছে, মঙ্গলবার হাসাকা শহরের এক বেকারির অভ্যন্তরে ওই বোমা হামলাটি চালান হয়। হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই নারী ও তিন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরো বহু মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এ কারণে নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে।

অনলাইনে প্রচারিত এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। তারা সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের লক্ষ্য করে ওই হামলা চালিয়েছিল। এর আগেও তারা বিভিন্ন সময়ে হাসাকা রাজ্যের বিভিন্ন অংশে হামলা চালিয়েছিল।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5395
Post Views 136