MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বিয়ের জন্য তৈরি কনা

In বিবিধ বিনোদন - Jul 04 at 2:56pm
বিয়ের জন্য তৈরি কনা

গানে দীর্ঘ ১৮টি বছর পার করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। অনেক চরাই উতরাই পার করে চলচ্চিত্র, অ্যালবাম ও স্টেজে একটি শক্ত অবস্থান গড়তে সমর্থ হয়েছেন তিনি।

সিএমভির ব্যানারে ঈদে প্রকাশ পেয়েছে তার নতুন গানের অ্যালবাম ‘রিদমিক কনা’। এ অ্যালবামে গান রয়েছে ছয়টি। দুটি করে গানে সুর ও সংগীত করেছে ইমরান মাহমুদুল, সাজিদ সরকার ও প্রীতম হাসান।

এইসব ব্যস্ত সময়ের বাইরে বিয়ের বিষয়ে কথা হয়েছিল কনার সাথে। কনা বলেন, আমি বিয়ের জন্য তৈরি। হয়তো যে কোনও সময় খবরটা পেতে পারেন। আর বিয়ে করলে সবাইকে জানিয়েই করবো।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5431
Post Views 420