MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বৃষ্টি থাকবে আরও দুই দিন

In আজকের আবহাওয়া - Jul 04 at 2:50pm
বৃষ্টি থাকবে আরও দুই দিন

রাজধানীসহ সারাদেশেই গত কয়েকদিন ধরে বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে। কখনো টিপটিপ আবার কখনো মুশুলধারে বৃষ্টি হচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্ম চাপের কারণে শুরু হওয়া এ বৃষ্টি আরো দুইদিন থাকবে। আগামী বুধবারের পর থেকে বৃষ্টি কমে যাবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

আবহাওয়াবিদ আরিফ হাসান বলেন, গতকয়েক দিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে তা আরো দুইদিন চলবে। এরপর কমে যাবে। তবে দেশের দক্ষিণাংশে বৃষ্টিপাত হবে।

আজ সোমবার সারাদেশেই ভারিবৃষ্টিপাতের আভাস আবহাওয়া বুলেটিন দেয়া হয়েছে। নিন্ম চাপের কারণে সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত দেয়া হয়েছে।

সোমবার নয়টায় ঘোষণা করা আবহাওয়া বুলেটিনে দেখা যায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ সারাদেশেই মাঝারি থেকে ভারিবর্ষণ হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস ও বজ্রধ্বনি হতে পারে।

গতকাল রবিবার আবহাওয়া অধিদপ্তর থেকে ঘোষণা করা তিন নম্বর সতর্কতা সংকেত অব্যাহত রয়েছে। চগ্রাট্টাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।

সূত্রঃ ঢাকা টাইমস

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2480
Post Views 953