MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

কৃতির সঙ্গে প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন সুশান্ত

In বিবিধ বিনোদন - Jul 04 at 1:30pm
কৃতির সঙ্গে প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন সুশান্ত

অঙ্কিতা লোখান্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ভাঙনের পর গুঞ্জন ওঠে কৃতি স্যাননের সঙ্গে প্রেমে মজেছেন সুশান্ত সিং রাজপুত। এ জুটির পরবর্তী সিনেমা ‘রাবতা’র শুটিং শুরুর পর এ গুঞ্জন আরো বাড়তে থাকে।

এদিকে শোনা যায়, গোপনে একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছিলেন এ দুই তারকা।

যদিও তাদের প্রেম নিয়ে কৃতি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘যথেষ্ট হয়েছে। আমরা পরস্পরকে সহ-অভিনয়শিল্পী হিসেবে পছন্দ এবং সম্মান করি, এ ধরনের বানোয়াট এবং ভিত্তিহীন খবরের কোনো সত্যতা নেই।’

এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার নীরবতা ভেঙেছেন সুশান্ত। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে এ অভিনেতা বলেন, ‘আমার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্নের জবাব দিতে দিতে আমি ক্লান্ত। প্রথমে আমি এক অভিনেত্রীর সঙ্গে আমার প্রেমের সম্পর্কের খবর পড়ি। এরপর কৃতির সঙ্গে যখন আমার সিনেমার কাজ শুরু হয় তখন আবার এ বিষয়ে গুঞ্জন শুরু হয়। এগুলো ভালো বিনোদন দেয় কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট।’

তিনি আরো বলেন, ‘কয়েকদিন বাদে আমি আবার দেখতে পেলাম কৃতির সঙ্গে ছুটি কাটাতে গেছি। খবরটি প্রকাশিত হয়ে যখন কৃতি ব্যাংকক থেকে শুটিং শেষ করে মু্ম্বাই ফিরে আসে। কিন্তু এগুলোর কোনোটাই সত্য নয়। এই মুহূর্তে আমি কারো সঙ্গে ডেট করছি না।’

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5253
Post Views 189