MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

নিজেকে প্রমাণ করতে ইংল্যান্ড এসেছি : গার্দিওলা

In ফুটবল দুনিয়া - Jul 04 at 12:53pm
নিজেকে প্রমাণ করতে ইংল্যান্ড এসেছি : গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির নতুন বস পেপ গার্দিওলা বলেছেন যে নিজেকে প্রমাণ করতে তিনি ইংল্যান্ডে এসেছেন। ইতিহাদ স্টেডিয়ামে প্রায় সাত হাজার সমর্থকদের সামনে প্রথম বক্তৃতায় তিনি এ কথা বলেছেন।

৪৫ বছর বয়সী স্প্যানিশ কোচ গার্দিওলা বলেছেন, ‘আমি বার্সেলোনায় নিজেকে প্রমাণ করলাম। তারপর জার্মানিতে প্রমাণ করলাম। ইংল্যান্ডে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। সেই জন্য আমি এখানে এসেছি।’

তবে এ জন্য সকলের সমর্থন চেয়েছেন সাবেক বায়ার্ন মিউনিখ কোচ। তিনি বলেন, ‘আমি একা এ সব করতে পারি না। খেলোয়াড়, স্টাফ ও আমাদের সমর্থকদের সমর্থন প্রয়োজন। সেগুলো ছাড়া এটা করা অসম্ভব।’

টানা তিন বছর বায়ার্ন মিউনিখে দায়িত্ব পালন করার পর সিটিতে যোগ দিয়েছেন পেপ গার্দিওলা। জার্মান ক্লাবটির হয়ে তিনি বুন্দেসলিগার হ্যাটট্রিক শিরোপা জিতেছেন। কিন্তু দলকে একবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে যেতে পারেননি।

বার্সেলোনায় দুর্দান্ত সময় কাটিয়েছিলেন গার্দিওলা। স্পেনের সাবেক এই মিডফিল্ডারের হাত ধরে ট্রেবল শিরোপা জিতেছিল বার্সা। ক্লাবটির হয়ে দু’বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন তিনি।

বর্তমান কালের অন্যতম সফল কোচ বিশ্বাস করেন যে দলীয় উৎসাহ সিটির সাফল্যের জন্য অবিচ্ছেদ্য অংশ হবে। তিনি বলেন, ‘আমি সেই সব খেলোয়াড়দের পছন্দ করি যারা নিজের জন্য চিন্তা না করে ম্যানচেস্টার সিটির জন্য চিন্তা করে। এই ক্লাবটিকে আরো ভালো ক্লাব বানাতে আমরা কি করতে পারি, সেটা নিয়ে ভাবতেই আমরা এখানে।’

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5333
Post Views 109