MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এবার ফ্যানদের 'আরও কাছে' বলিউড নায়িকা ক্যাটরিনা!

In বিবিধ বিনোদন - Jul 04 at 12:11am
এবার ফ্যানদের 'আরও কাছে' বলিউড নায়িকা ক্যাটরিনা!

নিজের ফ্যান ফলোয়ারদের আরও উৎসাহিত করতে এবার সোশ্যাল মিডিয়াতে আসছেন ক্যাটরিনা কাইফ। নিজেই তাঁর এই ভাবনার কথা জানিয়েছেন ক্যাটরিনা। সম্প্রতি ফিতুরসহ একাধিক ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন তিনি। সেই সঙ্গে ক্রমেই বেড়ে চলেছে তাঁর ফ্যান ফলোয়াররা। আর এতেই তাঁর এই সিদ্ধান্ত।

সম্প্রতি, একটি খবরের কাগজে ক্যাটরিনা জানিয়েছেন তিনি নাকি খুব শিগগির ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামে হাজির হতে চলেছেন ফ্যানেদের জন্য। আর সেই জন্য সবরকম প্রস্তুতি তিনি নিয়ে ফেলেছেন।

অল্প দিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'বার বার দেখ'। নিজের জন্মদিনের দিন থেকেই সেই ছবি সহ তাঁর অভিনীত বিভিন্ন ছবির দৃশ্য এবং ক্লিপিং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন এই সেলিব্রিটি।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5219
Post Views 315