MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

‘টিউবলাইট’ থেকে ক্যাটরিনার বিদায়

In সিনেমা জগৎ - Jul 03 at 5:06pm
‘টিউবলাইট’ থেকে ক্যাটরিনার বিদায়

কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল, ‘এক থা টাইগার’ নির্মাতা কবীর খানের আগামী ছবি ‘টিউবলাইট’-এ থাকছেন সালমান-ক্যাটরিনা জুটি। তাদেরকে ফের পর্দায় দেখতে মুখিয়ে ছিলেন ভক্তরাও। কিন্তু সম্প্রতি খবর এল, এই ছবিতে অভিনয় করছেন না ক্যাটরিনা।

এর আগে কবীরের পরিচালনায় সালমান অভিনয় করেছেন ‘এক থা টাইগার’ ও ‘বাজরাঙ্গি ভাইজান’-এ। সবকিছু ঠিক থাকলে ‘টিউবলাইট’ হয়ে যাচ্ছে কবীর-সালমান জুটির তৃতীয় ছবি। এক থা টাইগারে সালমানের বিপরীতে অভিনয় করেন ক্যাটরিনা। শোনা যাচ্ছিল, ‘টিউবলাইট’ ছবিতেও ফের দেখা যাবে এই জুটিকে। কিন্তু এই ছবিতে ক্যাটরিনা নেই বলে জানা গেল।

এছাড়াও জানা গেছে, এই ছবিতে সালমানের পাশাপাশি থাকছেন তার ভাই সোহেল খান। শোনা যাচ্ছে, জুলাইয়ের শেষে লাদাখে শুরু হবে ছবির শুটিং। আগামী ঈদের জন্য নির্মিত হচ্ছে ছবিটি।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5351
Post Views 417