MysmsBD.ComLogin Sign Up

শাহরুখকে নিয়ে রসিকতা নয় : সালমান

In বিবিধ বিনোদন - Jul 03 at 2:39pm
শাহরুখকে নিয়ে রসিকতা নয় : সালমান

শাহরুখ-সালমানের ঝামেলা বলিউডের অন্যতম চর্চিত বিষয়। একসময় এই দুজনের প্রায় মুখ দেখাদেখি বন্ধ ছিল। দীর্ঘদিন পর অবশেষে তাদের সম্পর্কের বরফ গলেছে। একে অপরকে শুভেচ্ছা জানানো থেকে শুটিং সেটে হাজির হয়ে যাওয়া, সবকিছুতেই প্রমাণ মিলেছে তাদের বন্ধুত্বের। ‘সুলতান’ প্রোমোশনের মঞ্চে আরও একবার সেই বন্ধুত্বের প্রমান দিলেন সালমান।

সম্প্রতি ‘সুলতান’-এর সংলাপ প্রোমোশনের একটি অনুষ্ঠানে সালমানকে তার কুস্তি-প্রশিক্ষকের একটি সংলাপ বলা হয়। সংলাপটি এমন, ‘তুমি এখানে কুস্তি করতে এসেছ, নাকি রোমান্স করতে! নিজেকে শাহরুখ খান মনে করো না।’ এরপরেই মোক্ষম জবাব দিলেন সালমান। তিনি হরিয়ানার লোকদের কথা বলার কায়দায় উত্তর দেন, ‘শাহরুখ খানকে নিয়ে রসিকতা করবেন না। আমি শাহরুখকে খুব পছন্দ করি’।

এর সঙ্গে তিনি যোগ করেন, ‘শাহরুখ যখন কোনও মেয়ের চোখে চোখ রাখে, তখন অন্ধ মেয়েও তার প্রেমে পড়ে যায়।'

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6727
Post Views 601