MysmsBD.ComLogin Sign Up

মারমুখী সোনাক্ষী

In সিনেমা জগৎ - Jul 03 at 2:34pm
মারমুখী সোনাক্ষী

আকিরা’ সিনেমার দ্বিতীয় পোস্টার

মারমুখী ভঙ্গিমায় হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘এল আকিরা’ সিনেমার দ্বিতীয় পোস্টার। এতেই এমনরূপে দেখা গেছে এই অভিনেত্রীকে।

গত ২১ জুন প্রকাশিত হয়েছিল ‘আকিরা’ সিনেমার প্রথম পোস্টার। আর এবার প্রকাশ পেল এল এ আর মুরুগাডোস পরিচালিত এই সিনেমার দ্বিতীয় পোস্টার। এ ছাড়াও সোনাক্ষী তার টুইটার অ্যাকাউন্টে সিনেমাটির ট্রেইলারের ১০ সেকেন্ড ব্যাপ্তীর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এ ভিডিওতেও অ্যাকশন দৃশ্য দেখা যায়।

এতে সোনাক্ষী ছাড়াও আরো অভিনয় করছেন কঙ্কনা সেনশর্মা, পরিচালক অনুরাগ কাশ্যপ প্রমুখ।

২০১১ সালে মুক্তি পায় তামিল সিনেমা ‘মৌনা গুরু’। এ সিনেমার রিমেক নির্মিত হচ্ছে ‘আকিরা’ নামে।আগামীকাল এই সিনেমার ট্রেইলার প্রকাশ পাওয়ার কথা।

চলতি বছরের ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে বলেও জানা গেছে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6955
Post Views 312