MysmsBD.ComLogin Sign Up

ব্রাজিলে ফেইসবুকের ৬০ লাখ ডলার জব্দ

In ইন্টারনেট দুনিয়া - Jul 03 at 1:30pm
ব্রাজিলে ফেইসবুকের ৬০ লাখ ডলার জব্দ

একটি অপরাধ মামলার জের ধরে ফেইসবুকের ৬০ লাখ মার্কিন ডলার জব্দ করেছে ব্রাজিল সরকার। দেশটির একটি আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এই অর্থ জব্দ করা হয়েছে।

চলতি বছরের মার্চে ফেইসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের কাছ থেকে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র ও মাদক ব্যবসায়ীদের কিছু তথ্য চেয়েছিল ব্রাজিলের পুলিশ। সে সময় ফেইসবুক তথ্য দিতে অস্বীকার করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই অর্থ জব্দের মতো সিদ্ধান্ত নিল দেশটি।


ব্রাজিলের ফেডারেল পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপের কাছে মাদক চোরাচালানের কিছু তথ্য চাওয়া হয়েছিল, যা এই মাধ্যমটিতে ছিল। কিন্তু হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ সেসব তথ্য দিতে অসম্মতি জানায়।

পুলিশ আরও জানায়, অপরাধীদের ধরতে এসব তথ্য খুবই গুরুত্বপূর্ণ।

অর্থ জব্দের ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি ফেইসবুক। বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিয়ে ফেইসবুকের সঙ্গে যোগাযোগ করলে তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

মার্চের সেই ঘটনার পর ফেইসবুকের ল্যাটিন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট দিয়াগো ডোডান ব্রাজিলের সাও পাওলো পুলিশের জেরার সম্মুখীন হন। এরপর তাকে কিছু সময়ের জন্য আটক করেও রাখা হয়। পাশাপাশি ৭২ ঘণ্টার জন্য হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয় দেশটি।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1522
Post Views 103