MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ২৩

In আন্তর্জাতিক - Jul 03 at 10:10am
বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ২৩

ইরাকের রাজধানী বাগদাদের দুটি জনাকীর্ণ বাণিজ্যিক এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৩জনের প্রাণহানি ঘটেছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন। রবিবার এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।

খবরে বলা হয়, প্রথম গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে দেশটির কারাডা জেলায়। এতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয় এবং ৪৫ জন আহত হন। এর কিছুক্ষণ পরে আরেক পূর্ব বাগদাদে আরেক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আরও ৫ জন নিহত হন। আহত হন ১৬ জন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে কারাডা জেলায় বোমা হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস। তবে দ্বিতীয় ঘটনার দায় স্বীকার করেনি কেউ।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5219
Post Views 36