MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আতঙ্কে রাত কাটালেন শাকিব!

In বিবিধ বিনোদন - Jul 03 at 3:54am
আতঙ্কে রাত কাটালেন শাকিব!

নিরাপত্তার কারণে গতকাল রাতে গুলশানে প্রবেশের সবকটি রাস্তাতেই বসানো হয় তল্লাশি চৌকি। তাই দীর্ঘ গাড়ির সারি ডিঙিয়ে গুলশানে নিজের বাসায় গত রাতে পৌঁছাতে পারেননি ঢালিউডের ব্যস্ত নায়ক শাকিব খান।

তাই বাধ্য হয়ে গতকাল বাসার বাইরেই রাত কাটাতে হয়েছে তাকে।

শাকিব খান বলেন, 'গতকাল আমি বাসার বাইরে ইফতার করেছিলাম'। সেখান থেকে বাসায় যাওয়ার পথে হঠাৎই জানতে পারি যে কোনো এক রেস্টুরেন্টে ঝামেলা হয়েছে।

গাড়িতে বসেছিলাম। আর রেডিওর খবর থেকে সবই জানছিলাম।

রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত অনেক চেষ্টা করেও বাসার রাস্তায় যেতে পারছিলাম না। কী করব সেটা বুঝতে পারছিলাম না। এরপর গুলশান নিকেতনে এক আত্মীয়ের বাসায় গিয়ে রাত কাটাই।

এদিকে 'মা' ছবির শুটিং নিয়ে শাকিব বলেন, 'সেই বাসায় সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমাতে যাই'। এর মাঝে কয়েকবার ঘুম ভাঙে। উঠে টিভি দেখি কোনো অগ্রগতি আছে কি না। আবার ঘুমাতে যাই। একধরনের আতঙ্ক কাজ করছিল। সকালে উঠতে দেরি হয়ে যায়। এ কারণে শুটিংয়ে আসতেও দেরি হয়েছে।

Googleplus Pint
Noyon Khan
Posts 2739
Post Views 1265