MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

চীনে বাস দুর্ঘটনায় ২৬ জন নিহত

In আন্তর্জাতিক - Jul 02 at 2:34pm
চীনে বাস দুর্ঘটনায় ২৬ জন নিহত

চীনের উত্তরাঞ্চলের তিয়ানজিন শহরের কাছে একটি সড়কে বাসের টায়ার বিস্ফোরিত হয়ে খাদে পড়ে গেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় শুক্রবার রাতে বাসটি ৩০ জন যাত্রী নিয়ে বন্দরনগরী তিয়ানজিন থেকে যাত্রা শুরু করে। কিছুদূর যাওয়ার পরই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় গণমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ৩০ জন যাত্রীর মধ্যে ছয় জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দূরপাল্লার এই বাসটির টায়ার বিস্ফোরিত হলে রেলিং ভেঙ্গে পাশের একটি খাদে পরে গেলে দুর্ঘটনাটি ঘটে। উল্লেখ্য যে, বাসটি তিয়ানজিন থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছিল।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5264
Post Views 87