MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

গুলশানে জঙ্গি হামলা: মোট নিহতের সংখ্যা ২৮

In দেশের খবর - Jul 02 at 2:19pm
গুলশানে জঙ্গি হামলা: মোট নিহতের সংখ্যা ২৮

ইতিমধ্যে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মি উদ্ধারে অভিযান শেষ হয়েছে। এ ঘটনায় এ প্রর্যন্ত ২৮ জন নিহত হয়েছে। এদেরমধ্যে ২০ জনকে রাতে নৃশংসভাবে হত্যা করা হয়। রাতে দুইজন পুলিশ অফিসার নিহত হন। আর সকালে অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হয়।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় সংঘর্ষ শুরু হয়। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সেনা ও নৌ কমান্ডোরা ছাড়াও অভিযানে অংশ নিচ্ছে পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা।

সেই সংঘর্ষের সময় মাঝে মধ্যেই ভিতর থেকে গুলির আওয়াজ শুনা যাচ্ছে। শুক্রবার রাতে অস্ত্রধারীদের আক্রমণের প্রায় দশ ঘণ্টা পর অভিযানটি শুরু হয়। এবং সকাল সাড়ে ৯টার দিকে অনানুষ্ঠানিকভাবে অভিযানটি শেষ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় কমান্ডো বাহিনী।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1516
Post Views 490