MysmsBD.ComLogin Sign Up

ডিসেম্বরে আসছে সাইফ-কারিনার সন্তান!

In বিবিধ বিনোদন - Jul 02 at 2:16pm
ডিসেম্বরে আসছে সাইফ-কারিনার সন্তান!

অবশেষে সুখবর নিশ্চিত করলেন তারা। জানা গেল, সত্যি সন্তানের মুখ দেখতে চলেছেন বলিউড তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। আর খবরটি প্রকাশ্যে আনলেন অভিনেতা নিজে। সাইফ শুধু কারিনার অন্তঃসত্ত্বার খবরই দিলেন না, সেই সঙ্গে জানালেন এই ডিসেম্বরেই সন্তানের মুখ দেখবেন তারকা জুটি।

সম্প্রতি কারিনার জন্য একটি উদ্ধৃতি লিখেছেন সাইফ। তিনি লিখেছেন, ‘আমি এবং আমার স্ত্রী ঘোষণা করছি, আমরা শিগগিরই বাবা মা হয়ে চলেছি। এবং আমাদের সন্তান এই ডিসেম্বরেই পৃথিবীর আলো দেখতে চলেছে। আমরা আমাদের সকল ভক্ত অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই। তাদের আশীর্বাদ ও সমর্থন কামনা করছি। সেই সঙ্গে সংবাদকর্মীদেরকেও ধন্যবাদ জানাই তাদের বিচক্ষণতা ও ধৈর্যের জন্য’।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1522
Post Views 255