MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বনানীর ওসি সালাউদ্দিন নিহত

In দেশের খবর - Jul 02 at 1:55am
বনানীর ওসি সালাউদ্দিন নিহত

ঢাকার গুলশানে গোলাগুলির ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

বিবিসি বাংলা জানিয়েছে, হলি আর্টিজান বেকারিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযানের সময় ওসি সালাহউদ্দিন নিহত হন।

এ ব্যাপারে গুলশানের পুলিশের সহকারি কমিশনার আশরাফুল করিম ওসি সালাহউদ্দিনের নিহত হওয়ার খবর জানান।

তবে এই ঘটনায় মোট কত মানুষ হতাহত হয়েছেন তার কোন স্পষ্ট চিত্র এখনো পাওয়া যাচ্ছে না।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বিদেশি নাগরিকসহ কয়েকজনকে জিম্মি করে রেখেছে দুর্বৃত্তরা।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1518
Post Views 248