MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

অজয় দেবগনের সাথে কে এই বিদেশীনি ?

In সিনেমা জগৎ - Jul 02 at 1:44am
অজয় দেবগনের সাথে কে এই বিদেশীনি ?

সম্প্রতি অজয় দেবগন নিজের টুইটারে তাঁর পরবর্তী ছবি ‘শিবায়’-এর পোস্টার পোস্ট করেছেন। ছবির পোস্টার প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গেই সেটি ভাইরাল হয়ে যায়। এই ছবির প্রযোজক, পরিচালক এবং নায়ক সব জায়গাতেই রয়েছেন অজয়।

ছবির পোস্টারে দেখা যাচ্ছে, বরফে ঢাকা পাহাড়ের খাদে অজয় দেবগনের হাত ধরে ঝুলে রয়েছেন এক বিদেশিনী। দেখে মনে হচ্ছে, ওই বিদেশিনীকে পাহাড়ের খাদে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছেন অজয়। এই পোস্টার বলিউডের অসংখ্য দর্শকদের মধ্যে কৌতুহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কে এই বিদেশিনী! ইনি কি ‘শিবায়’ ছবিতে অজয় দেবগনের নায়িকা!

‘শিবায়’-র পোস্টারের এই বিদেশিনী একজন পোলিশ (পোল্যান্ড) অভিনেত্রী। নাম এরিকা কার। ছবিতে তিনিই রয়েছেন বলিউডের ‘অ্যাকশন জ্যাকশন’-এর বিপরীতে।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1518
Post Views 317