MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

দুর্ধর্ষ ফর্মে আমির!

In ক্রিকেট দুনিয়া - Jul 01 at 11:28pm
দুর্ধর্ষ ফর্মে আমির!

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমান বাট শুক্রবার বলেছেন, তার ম্যাচ ফিক্সিং সহযোদ্ধা মোহাম্মদ আমির নিজের সেরা ফর্ম নিয়ে টেস্ট ক্রিকেটে ফিরবেন। ঠিক যেভাবে নিষিদ্ধাদেশ কাটিয়ে ফিরেছিলেন বক্সার মোহাম্মদ আলী।

আগামী ১৪ জুলাই লর্ডসে শুরু হওয়া টেস্ট দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ শুরু করবে পাকিস্তান। যে ম্যাচে সবার নজরে থাকবেন আমির।

২০১০ সালে যে ভেন্যুতে বাট এবং মোহাম্মদ আসিফের সঙ্গে ম্যাচ পাতানো কেলেঙ্কারি ঘটিয়েছিলেন সেই একই মাঠে পাঁচ বছর পর নিজের প্রথম টেস্ট খেলতে নামবেন আমির।

ম্যাচ পাতানো কেলেঙ্কারি কারণে তিনজনই ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ইংল্যান্ডের মাটিতে জেলও খাটেন।

গত সেপ্টেম্বরে আমিরের নিষিদ্ধাদেশের মেয়াদ শেষ হয় এবং ফেরার পর থেকেই পাকিস্তান ক্রিকেটের শীর্ষে রয়েছেন তিনি।

৩১ বছর বয়সী বাট বলেন, আমিরের কেবলমাত্র নিজের খেলার প্রতি নজর দেয়া দরকার।

বার্তা সংস্থা এএফপিকে বাট বলেন, ‘সে সীমিত ওভারের ম্যাচে বোলিং করেছে এবং সে পারে।’

কোন বিভাগে আমিরের উন্নতির প্রয়োজন দেখছেন না বাট।

তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন খেলার মধ্যে না থাকায় অনেক দিকেই সমস্যা হতে পারে। তবে বক্সার আলীর মতো একই ধরনের ক্ষুধা ও দৃঢ়তা কেউ দেখাতে পারলে যে কেউ সফল হতে পারে।’

ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে অস্বীকার করায় ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বক্সিংয়ে নিষিদ্ধ ছিলেন গত মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আলী।

তবে ইংল্যান্ডের মাটিতে আমির বৈষম্যমূলক আচরণের শিকার হতে পারে- স্বীকার করে বাট বলেন, যে কোন শত্রুতা তাকে ‘এড়িয়ে চলতে হবে’।

‘একবার সে ভালো করলে জনগণ ভিন্ন আচরণ করতে পারে, তবে তার প্রতিক্রিয়া দেখানো ঠিক হবে না।’

গত সেপ্টেম্বরে তার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগে ঘরোয়া ক্রিকেট ম্যাচ খেলেছেন আমির।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর আমির ১৩টি সীমিত ওভারের (২টি ওয়ানডে ও ১১ টি টি-২০) ম্যাচ খেলেছেন। প্রতিটি ম্যাচেই নিজের মেধার প্রমাণ দিয়েছেন তিনি।

বাট বলেন, ‘২০১০ সালের মতো এবারো যে ইংল্যান্ড সফরে সকল ফর্মেটেই পাকিস্তানের মুল বোলার আমির হবে তাতে কোনো সন্দেহ নেই।’

নিজের বিষয়ে বাট বলেন, অদূর ভবিষ্যতে তিনিও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশাবাদী।

চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানের ঘরোয়া ওয়ানডে কাপে ৫৩৬ রান করেছেন বাট।

তিনি বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি এবং যে ধরনের ক্রিকেটই খেলি না কেনো আমি পারফর্ম করার চেস্টা করছি। কারণ এটাই দলে ফেরার একমাত্র পথ।’

সাবেক প্রধান কোচ ওয়াকার ইউনিস এ বছরের প্রথম দিকে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্ব কাপে পাকিস্তান দলে বাটকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচকরা এ অনুরোধ প্রত্যাখ্যান করনে।

তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ভাল পারফর্ম করতে পারলে বাট এবং আসিফকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে বলে গত মাসে আভাস দিয়েছেন নতুন দায়িত্ব নেয়া প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6834
Post Views 956