MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

'পুরুষ নয়, আমার একটা কুকুর দরকার'

In বিবিধ বিনোদন - Jul 01 at 8:36pm
'পুরুষ নয়, আমার একটা কুকুর দরকার'

বলিউড অভিনেতা ও প্রযোজক উদয় চোপড়া সঙ্গে সম্পর্ক রয়েছে এমন খবরে বেশ আলোচনায় ছিলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। এবার বির্তকিত কথা বলে ফের আলোচনায় ওই নায়িকা।

ঘটনাটা সূত্রপাত একটি পোস্টের মাধ্যমে। ওই পোস্টে বলা হয়, একটি কুকুর তার প্রভুকে দেখার সময় যেমন অনুভূতি হয় কোন নারী ও পুরুষ প্রেমে মগ্ন থাকলে তেমন অনুভূতি হয়।

এরপরই মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক বার্তায় নায়িকা লেখেন, 'ওহ, পুরুষ নয়, আমার একটি কুকুর দরকার।'

শিগগিরই 'বনজো' ছবিতে রিতেশ দেশমুখের সঙ্গে দেখা যাবে তাকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Googleplus Pint
Jafar IqBal
Posts 1518
Post Views 1465