MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

‘আমি কখনো ডেট করিনি’

In বিবিধ বিনোদন - Jul 01 at 6:55pm
‘আমি কখনো ডেট করিনি’

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সব বিষয়ে খোলাখুলি কথা বলতেই পছন্দ করেন তিনি। তবে সম্পর্কের প্রশ্ন উঠলেই সম্পূর্ন উল্টো তিনি।

৩৩ বছর বয়সি এ অভিনেত্রী সম্প্রতি ইনস্টাইল ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেন। এ আলাপচারিতায় তার প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রিয়াঙ্কা বলেন, ‘যতদিন আমি বিয়ে না করছি, ততদিন সিঙ্গেল থাকব। আমি সব সময় এটাতেই বিশ্বাসী। আমি কখনো ডেট করিনি।’

তিনি আরো বলেন, ‘আমি সবসময়ই সম্পর্কে থাকি। ভারতে বিষয়টি একটু অন্যরকম। আপনি কাউকে পছন্দ করেন, তাকে বিয়ে করুন, তাহলেই আপনাদের সম্পর্ক তৈরি হলো। পরস্পরের মধ্যে জবাবদিহিতা থাকে। অন্যদিকে পশ্চিমা দেশগুলোতে ডেটিংয়ের ক্ষেত্রে কোনো জবাবদিহিতা থাকে না, সৃষ্টিকর্তাই জানে আমি কোনো দিন তা করতে পারব কিনা। আমি কখনো এটি করিনি, অতএব আমি এ সম্পর্কে কিছু জানি না।’

কী ধরনের পুরুষ তার পছন্দ এ সম্পর্কেও জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি এমন একজনের সঙ্গী চাই যার পরিচালনা করার ক্ষমতা থাকবে কিন্তু সে সেটি খুব বেশি প্রয়োগ করবে না। কিছু মানুষ রয়েছে যারা জীবন একটি ছকের মধ্যে অতিবাহিত করে, এমন মানুষ আমার পছন্দ নয়। জীবন পরিবর্তনশীল, এটি একটি জার্নি, আমি এমন একজনের সঙ্গে থাকতে চাই যে তা দেখতে পাবে।’

এ যাবৎ প্রায় ৫০টির মতো সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড মুকুট তুলেছিলেন মাথায়। বর্তমানে বলিউডের পাশাপাশি হলিউডেও জনপ্রিয় তিনি। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের পর হলিউডের বেওয়াচ সিনেমাতেও দেখা যাবে তাকে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5356
Post Views 549