MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ক্রিকেট খেলায় নামছে সৌদি আরব

In ক্রিকেট দুনিয়া - Jul 01 at 3:32pm
ক্রিকেট খেলায় নামছে সৌদি আরব

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ৩৯তম সহযোগী দেশ হিসেবে এবার যুক্ত হয়েছে সৌদি আরবের নাম। বৃহস্পতিবার এডিনবার্গে আইসিসির এক সভায় সৌদিকে সহযোগী কারার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এতদিন আইসিসির সহকারী সদস্য থাকা মধ্যপ্রাচ্যের এই দেশটি এখন থেকে সংস্থার সহযোগী হিসেবে কাজ করবে সে দেশের ক্রিকেট উন্নয়নে।

বৈঠক শেষে এ ব্যাপারে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর গণমাধ্যমকে বলেন, ‘আইসিসির সহযোগী সদস্য হওয়ায় সৌদি ক্রিকেট সেন্টারকে (এসসিসি) আমি অভিনন্দন জানাই। আমার বিশ্বাস সৌদি আরব তাদের নিজস্ব ভূ-খন্ডে ক্রিকেটের ব্যাপকতা বৃদ্ধি ও উন্নয়নে ইতিবাচক এবং সক্রিয় ভূমিকা পালন করবে।’

প্রসঙ্গত, আইসিসির সহকারী সদস্য হিসেবে ২০০৩ সাল থেকেই ক্রিকেটের সাথে যুক্ত রয়েছে সৌদি আরব। পরে ২০১৫ সালে সহযোগী দেশ হওয়ার জন্য আবেদন করলে বৃহস্পতিবার এই পদক্ষেপ নেওয়া হয়।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2541
Post Views 453