MysmsBD.ComLogin Sign Up

ফেইসবুকের লাইক, শেয়ার ও ফলো বাটনে পরিবর্তন আসছে

In ইন্টারনেট দুনিয়া - Jul 01 at 1:05am
ফেইসবুকের লাইক, শেয়ার ও ফলো বাটনে পরিবর্তন আসছে

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের লাইক, শেয়ার ও ফলো বাটনে পরিবর্তন আসছে। শিগগির ব্যবহারকারীরা এই বাটনগুলো নতুন ডিজাইনে দেখতে পাবেন।

ফেইসবুকের ডেস্কটপ সংস্করণ ও অ্যাপ প্লাটফর্মে এই পরিবর্তন আনা হবে। এর পাশাপাশি ব্যবহারকারীরা যেন ফেইসবুক না খুলেই বিভিন্ন কনটেন্ট শেয়ার ও সেভ করতে পারেন সে ব্যবস্থাও করা হচ্ছে।

ফেইসবুকের বর্তমান লাইক বাটনে ফেইসবুকের প্রথম অক্ষর ‘f’ রয়েছে। তারপর ইংরেজিতে লেখা আছে ‘লাইক’। এরপর মোট লাইকের সংখ্যা। নতুন বাটন থেকে তুলে দেয়া হচ্ছে ‘f’ চিহ্ন।


এর পরিবর্তে সেখানে লাইকের আইকনটি দেয়া হয়েছে। তারপর লাইকের সংখ্যা। একইভাবে শেয়ার ও ফলো বাটনে যুক্ত করা হয়েছে ‘f’ আইকন। যা আগে ফাঁকা ছিল।

ফেইসবুকের দাবি, নতুন বাটনগুলো ফেইসবুকের মোবাইল ও ডেস্কটপ দুই সংস্করণের উপযোগী করেই বানানো হয়েছে। আগের আইকনগুলো তৈরির সময় ডেস্কটপের উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছিল।

তবে, বাটনে পরিবর্তন আনতে আরও পরীক্ষা-নিরীক্ষা করতে চায় ফেইসবুক। এক্ষেত্রে ব্যবহারকারীরা এসব বাটনকে কীভাবে গ্রহণ করে সে বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1522
Post Views 198