MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

কাউন্টি খেলতে বিসিবির অনুমতি পেয়েছেন মুস্তাফিজ

In ক্রিকেট দুনিয়া - Jun 30 at 11:36pm
কাউন্টি খেলতে বিসিবির অনুমতি পেয়েছেন মুস্তাফিজ

অনেক জল্পনা কল্পনার পর সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেছেন, মুস্তাফিজের শারীরিক অবস্থার ব্যাপারে আমাদের মেডিক্যাল টিম ইতিবাচক রিপোর্ট দিয়েছে। অনুশীলনেও সে ভালো করছে। ভিসা পেয়ে গেলে আগামী ১৩ জুলাই সে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দিবে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে হ্যাম্পশায়ারের বিপক্ষে কাউন্টি ক্রিকেটে অভিষেক হতে পারে মুস্তাফিজের। সেক্ষেত্রে কমপক্ষে চারটি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন মুস্তাফিজ। এছাড়া রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও চারটি অথবা তার বেশি ম্যাচে দেখা যেতে পারে মুস্তাফিজকে।

চলতি মাসের শুরুর দিকে কাউন্টি খেলতে ইংল্যান্ড যাওয়ার কথা ছিলো মুস্তাফিজুর রহমানের। কিন্তু ইনজুরিতে থাকায় তিনি যেতে পারেননি। বিসিবির অধীনে পুনর্বাসন কার্যক্রমের মধ্যে ছিলেন তিনি।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2616
Post Views 414