MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

জুটি বাঁধলেন ড্যানিয়েল ক্রেগ-হ্যালি বেরি

In সিনেমা জগৎ - Jun 30 at 3:06pm
জুটি বাঁধলেন ড্যানিয়েল ক্রেগ-হ্যালি বেরি

১৯৯২ সালের লস অ্যাঞ্জেলসে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে সিনেমা তৈরি হতে চলেছে হলিউডে। ‘কিংস’ শিরোনামের ছবিটিতে অভিনয় করছেন হ্যালি বেরি ও ড্যানিয়েল ক্রেগ। প্রথমবারের মত জুটি বাঁধলেন এই দুই তারকা।

ছবিতে ড্যানিয়েল ক্রেগের চরিত্রটির নাম ওলি, যে শহরে একা বাস করে। একই শহরে সন্তানদের সঙ্গে থাকা হ্যালি অভিনীত চরিত্রের প্রেমে পড়ে সে। সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়লে হ্যালি এবং সেই শিশুদের বাঁচাতে সাহায্য করে ওলি।

জানা গেছে, এমন কাহিনীর ছবি ‘কিংস’। ছবিটির পরিচালনায় আছেন ডেনিজ গামজে আর্গিভান।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5411
Post Views 117