MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

কুম্বলেকে নিয়ে নতুন বিতর্ক!

In খেলাধুলার বিবিধ - Jun 30 at 2:01pm
কুম্বলেকে নিয়ে নতুন বিতর্ক!

স্বার্থের সংঘাত’ ভারতীয় ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বহুল ব্যবহৃত শব্দ যুগল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন প্রধান অনুরাগ ঠাকুর ক্রিকেট কর্মকাণ্ডকে স্বার্থ সংঘাতের বাইরে রাখতে চাইলেও তা আর হচ্ছে কোথায়! ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ অনিল কুম্বলের নিয়োগের ব্যাপারেও এই বিতর্ক নতুন করে মাথা চাড়া দিয়েছে। কোচ নিয়োগে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ভিভিএস লক্ষ্মণ নাকি গত পাঁচ বছর ধরেই কুম্বলের ব্যবসায়িক অংশীদার!

ডিএনএ অনলাইনের তথ্যানুযায়ী ভিভিএস লক্ষ্মণ এই মুহূর্তে কুম্বলের প্রতিষ্ঠিত টেনভিক স্পোর্টস লিমিটেডের ৩৩ হাজার ৩শ ৩২টি শেয়ারের মালিক। একজন শেয়ার মালিক যখন জাতীয় দলের কোচ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত হয়ে ওই প্রতিষ্ঠানেরই প্রধানের সাক্ষাৎকার গ্রহণ করেন, তখন সেটা কতটা নৈতিক, সে প্রশ্ন উঠছেই।

কুম্বলের টেনভিক স্পোর্টস লিমিটেডের যাত্রা শুরু ২০১১ সালে। তখন থেকেই লক্ষ্মণ তাঁর সাবেক সতীর্থের প্রতিষ্ঠানের শেয়ারের মালিক। প্রথম দিকে লক্ষ্মণের মালিকানাধীন শেয়ারের সংখ্যা ছিল ১৬ হাজার ৬শ ৬৬ টি। পাঁচ বছরে সেটা বেড়েছে প্রায় দ্বিগুণ। কুম্বলের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের অংশীদার হয়ে বিসিসিআই’র উপদেষ্টা কমিটিতে থেকে কুম্বলের সাক্ষাৎকার নেওয়ার ব্যাপারটিকে ভালো চোখে দেখছেন না কেউ কেউ। তাঁরা প্রশ্ন তুলেছেন এর নৈতিকতা নিয়ে। ভিভিএস লক্ষ্মণের কুম্বলের ব্যবসায়িক অংশীদার হওয়ার ব্যাপারটি উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা জানতেন কিনা তা অবশ্য পরিষ্কার নয়।

তথ্যসূত্র: ডিএনএ।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5467
Post Views 199