MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আমির-পুত্রের মন ভোলাতে...

In বিবিধ বিনোদন - Jun 29 at 3:30pm
আমির-পুত্রের মন ভোলাতে...

ঐশ্বরিয়া ও অভিষেকের মেয়ে আরাধ্য আর আমির খান ও কিরণ রাওয়ের চার বছরের ছেলে আযাদের মধ্যে খুব ভাব। দুজন দুজনের খেলার সাথি। সম্প্রতি প্রো কাবাডি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে মায়ের সঙ্গে হাজির হয়েছিল ছোট্ট আযাদ। কিন্তু আরাধ্য তো এখন ভারতের বাইরে। মায়ের সঙ্গে সে বেড়াতে গিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তাই এই অনুষ্ঠানে আরাধ্য আসতে পারেনি। আর বন্ধুর দেখা না পেয়ে ভীষণ মন খারাপ হয়েছে আযাদের। এরপর তাকে শান্ত করতে অস্থির হয়ে উঠেছেন বাকিরা।

অনুষ্ঠানের পুরো সময়জুড়ে আযাদ নাকি বারবার শুধু আরাধ্যর কথাই জিজ্ঞেস করছিল। আরাধ্যর দাদা অমিতাভ বচ্চন অনেক রংঢং করে তাঁকে মজা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অভিষেকও তখন আমির–পুত্রের মন অন্যদিকে নেওয়ার অনেক চেষ্টা করেন। কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। শেষে আরাধ্যর ভাবনা থেকে আযাদের মন ভোলাতে নাকি রণবীর কাপুরও এগিয়ে আসেন। এরপরও তাঁরা ছোট্ট আযাদকে শান্ত করতে পেরেছিলেন কি না, তা অবশ্য জানা যায়নি। বলিউড বাবল।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 377