MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

১৪ হাজার টাকায় টাচস্ক্রিন ডিসপ্লের ল্যাপটপ

In কম্পিউটার রিভিউ - Jun 29 at 3:13pm
১৪ হাজার টাকায় টাচস্ক্রিন ডিসপ্লের ল্যাপটপ

বিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচপি ক্রোমবুক সিরিজে নতুন ল্যাপটপ এনেছে। মডেল ক্রোমবুক ১১ জি৫। এই ল্যাপটপটির বিশেষত্ব হচ্ছে এতে ১২ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে।

এইচপির এই ল্যাপটপটি সাশ্রয়ী মূল্যের। এটির মূল্য মাত্র ১৮৯ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় মূল্য দাঁড়ায় ১৪ হাজার ৮৩১ টাকা।

ক্রোম অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটিতে অ্যানড্রয়েড অ্যাপ সমর্থন করে। এতে টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে।

ক্রোমবুক সিরিজের এই ল্যাপটপটিতে আছে ১১.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৩৩৬x৭৬৮ পিক্সেল। আইপিএস ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন রয়েছে।

এতে আছে ইন্টেল সেলেরণ এন৩০৬০ প্রসেসর। প্রসেসরের ক্লকস্পিড ২.৪৮ গিগাহার্জ।

ল্যাপটপটির র‌্যাম ২ জিবি কিংবা ৪ জিবি হতে পারে। বিল্টইন মেমোরি হতে পারে ১৬জিবি কিংবা ৩২ জিবি।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2589
Post Views 456