MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এক মেসিকে ঠেকাতে চিলির ৯ জন

In ফুটবল দুনিয়া - Jun 29 at 11:54am
এক মেসিকে ঠেকাতে চিলির ৯ জন

চিলির সাথে কোপা আমেরিকায় হেরে আন্তর্জাতিক ফুটবলকে রাগে-ক্ষোভে গুডবাই জানিয়ে দেন আর্জেন্টাইন মহতারকা। নিজের সর্বোচ্চ চেষ্টা করেও শিরোপা জিততে পারেনি মেসিরা। পাবেনই বা কীভাবে? এক মেসিকে আটকাতে মহরায় ছিল গোটা চিলি টিম। অবিশ্বাস্য হলেও সত্য যে এ সময়ে সতীর্থদের যোগ্য সমর্থন পাননি তিনি!

মেসিকে ছাড়াই গ্রুপ পর্বে চিলিকে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। সেখানে ফা্নালে তুলনামুলক শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেও প্রত্যাশিত ফলাফল পায়নি আর্জেন্টিনা। ফাইনালে এসে কেন যেন ভেঙে পড়েন আর্জেন্টাইন খেলোয়াড়রা! ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফাইনালেও নিজেকে সপে দিয়েছিলেন মেসি। কিন্তু যোগ্য সঙ্গ না পাওয়ায় গোল যেন সোনার হরিণে পরিণত হয়েছিল। জার্মানির কাছে এক গোল হজম করে শিরোপা বিসর্জন দিয়েছিল আর্জেন্টিনা।

২০১৫ সালে চিলির বিপক্ষে কোপার ফাইনালে একই অবস্থা হয়েছিল তাদের। পরপর দুটি কোপায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় হারতে হয়েছে মেসিদের। নিজের সর্বস্ব উজাড় করে দিয়েও দলকে শিরোপা এনে দিতে পারেননি তিনি। হতাশায় শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলে দিয়েছেন বার্সার প্রাণ ভোমরা।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2530
Post Views 493