MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আমি মেসির বড় একজন ভক্ত, তার সাথে দেখা করতে চাই : বান কি মুন

In খেলাধুলার বিবিধ - Jun 29 at 11:25am
আমি মেসির বড় একজন ভক্ত, তার সাথে দেখা করতে চাই : বান কি মুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, আমি মেসির খেলা খুব পছন্দ করি। আমি তাকে মাঠে ফেরার জন্য বলেছি। লিওনেল মেসির অবসরের বিষয়ে জানতে পেরে মন খারাপ হয় বানকি মুনের।

টিভির পর্দায় মেসির ফটবল জাদুতে মুগ্ধ বান কি মুন।মেসি ফুটবল না খেললে কার খেলা দেখবেন বান কি মুন? মেসি অবসরের ঘোষণা দিলেই টের পাওয়া যায় বিশ্বে তার কত ভক্ত রয়েছে।

টুইটার বা ফেসবুকই মেসির ভক্তদের সংখ্যা নয়। এর বাইরেও অসংখ্যা মানুষ মেসিকে ভালোবাসে। অবসরের ঘোষণা থেকে অন্যদের মত মেসিকে সরে আসতে বলেছেন বান কি মুন।

বান কি মুন বলেছেন, আমি মেসির সাথে দেখা করতে চাই। দেখা করে তাকে আরও ২-৩ বছর খেলার জন্য বলব। তিনি বলেন, মেসি শুধু নিজ দেশের নয় অন্যদের আগ্রহের পাত্র।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 410