MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

‘গোলমাল ফোর’ নিয়ে আসছেন অজয়

In সিনেমা জগৎ - Jun 28 at 3:52pm
‘গোলমাল ফোর’ নিয়ে আসছেন অজয়

বলিউড ছবির দর্শকদের জন্য হাসির রোল নিয়ে ‘গোলমাল ফোর’ নতুন করে হাজির। শোনা যাচ্ছে, রোহিত শেঠির এই ধারাবাহিক কমেডি ছবি গোলমালের চতুর্থ পর্বে অভিনয় করবেন অজয় দেবগন।

এর আগে খবর ছড়িয়েছিল, পরিচালক রোহিতের সঙ্গে বনিবনা না হওয়ায় এ সিরিজের আগের কিস্তির নিয়মিত এ সদস্য আর থাকবেন না।

তবে ডিএনএ-এর এক প্রতিবেদনে বলা হয়, অজয় ‘গোলমাল ফোর’-এ অভিনয় করতে সম্মতি জানিয়েছেন।

সূত্র জানায়, অজয় আর রোহিতের মধ্যে কোনো সমস্যা ছিল কিনা তা কেউ জানে না। যদি কোনো সমস্যা থেকে থাকে তা মিটে গেছে, সেসব এখন আর নাই। রোহিতের ছবিতে অভিনয় করবেন অজয়।

এর আগে একটি প্রতিবেদনে বলা হয়েছিল, অজয় ও রোহিতের মধ্যে টানাপড়েন তৈরি হয়েছে। যদিও দুজনের কেউই পরস্পরের বিরুদ্ধে কোনো অভিযোগ কখনই করেননি।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 368