MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সৌদির সড়কে প্রাণ গেল দুই বাংলাদেশির

In আন্তর্জাতিক - Jun 28 at 10:34am
সৌদির সড়কে প্রাণ গেল দুই বাংলাদেশির

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ বাংলাদেশি।

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আমিরুল ইসলামের ছেলে আলাউদ্দীন সাব্বির (২৮) ও একই জেলার লাঙ্গনকোট উপজেলার মো. রিপন (২৯)।

দুর্ঘটনায় আহত পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থল থেকে তাঁদের হেলিকপ্টারে করে রাজধানী শহর রিয়াদের সমুচি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সৌদির তায়েফে কাজ শেষে সড়কপথে রিয়াদে ফিরছিলেন ওই সাতজন। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5219
Post Views 134