MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মেসিকে ফেরাতে আর্জেন্টিনায় তোড়জোড়

In ফুটবল দুনিয়া - Jun 28 at 10:01am
মেসিকে ফেরাতে আর্জেন্টিনায় তোড়জোড়

হাহাকার পড়েছে ওই ঘোষণাটা আসার পর থেকেই। ‘মেসি ফিরে এসো’-এই দাবি এখন ফুটবল জনতার। নিকস আর্জেন্টিনা বিরোধী সমর্থকও বলছেন, এই বিদায় মেসির প্রাপ্য নয়। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনও বসে নেই। মেসিকে ফিরিয়ে আনতে চায় তারা। এই জন্য আলোচনায় বসার প্রস্তুতি চলছে। খবর স্কাই স্পোর্টসের।

এদিকে আর্জেন্টিনা জুড়ে চলছে মাতম। মেসির জন্মস্থান রোজারিওর বাসিন্দারা মেসির বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান কর্মসূচী পালন করার ঘোষণা দিয়েছেন।

সোমবার চিলির বিপক্ষে টাইব্রেকারে হৃদয় ভেঙে যায় মেসির। সেই ভাঙা হৃদয়ের জ্বালা সহ্য করতে না পেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন মহাতারকা।

এই চিলির বিপক্ষে গতবারও টাইব্রেকারে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে।

শিরোপা হাতছাড়া হওয়ার পর আর্জেন্টিনার এক টিভিকে মেসি বলেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টাই করেছি। অন্য যে কারো চেয়ে বেশি চেয়েছি ট্রফি জিততে। পারিনি।’

‘আর জাতীয় দলে ফিরবো না। চারটা ফাইনাল খেললাম। তার মানে এটা আমার জন্য নয়।’

কিন্তু মেসির কথা শুনতে নারাজ আর্জেন্টিনা। বলা হচ্ছে, তার পদত্যাগ গ্রহণ করা হবে না।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2537
Post Views 645