MysmsBD.ComLogin Sign Up

৬ জুলাই মুক্তি পাবে ‘সুলতান’

In সিনেমা জগৎ - Jun 28 at 4:06am
৬ জুলাই মুক্তি পাবে ‘সুলতান’

৬ জুলাই, বুধবার মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘সুলতান’। পরিচালক আলি আব্বাস জাফর টুইটারে নিশ্চিত করে জানিয়েছেন, ঈদেই মুক্তি পাচ্ছে ‘সুলতান’।

যশরাজ ফিল্ম প্রযোজিত ‘সুলতান’-এ একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সালমানকে। এই ছবিতে অভিনয় করেছেন আনুশকা শর্মাও।

টুইটারে দেয়া পোস্টে পরিচালক আলি আব্বাস জাফর বলেন, ৬ জুলাই সুলতান মুক্তি পাবে। সুখবিন্দর সিংয়ের গাওয়া সুলতান-এর টাইটেল ট্র্যাকটিও শেয়ার করেছেন পরিচালক। ইন্ডিয়ান এক্সপ্রেস।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4064
Post Views 401