MysmsBD.ComLogin Sign Up

বিসিবির সবুজ সংকেত, কাউন্টিতে যাচ্ছেন মুস্তাফিজ

In ক্রিকেট দুনিয়া - Jun 27 at 11:11pm
বিসিবির সবুজ সংকেত, কাউন্টিতে যাচ্ছেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানকে সাসেক্সে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনের মাসেই ইংল্যান্ডে উড়াল দিবেন কাটার মাস্টার।

বিসিবি সূত্রে জানা গেছে, ইতিমধ্যে মুস্তাফিজের ভিসা আবেদনের জন্য তোড়জোড় শুরু হয়েছে। বোর্ড থেকে পাওয়া তথ্য বলছে, জুলাইয়ের ১২ অথবা ১৩ তারিখ ঢাকা ছাড়বেন তিনি।

তার আগে জুলাইয়ের ২ তারিখ ঈদ করতে সাতক্ষীরা যাবেন ‘বিস্ময় বালক’। তারপর ১০ তারিখ নাগাদ ঢাকায় ফিরে ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিবেন। ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন মুস্তাফিজের ভাই মোখলেসুর রহমান।

আইপিএল খেলে দেশে ফেরার পর মুস্তাফিজের কাউন্টি খেলা নিয়ে অনেক আলোচনা হয়। বলাবলি হচ্ছিল, অতিরিক্ত খেলার ধকল থেকে বিস্ময় বালককে মুক্ত রাখতে চাইছে বোর্ড। আবার কেউ কেউ তার খেলার পক্ষে ছিলেন। এই তালিকায় আছেন কোচ হাথুরুসিংহে। তার যুক্তি, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে ফিজকে ইংল্যান্ডে খেলতে দেয়া উচিত।

জানা গেছে, কোচের কথায় সায় দিয়েছেন বোর্ড সভাপতি থেকে শুরু করে বেশ কয়েকজন পরিচালক।

তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা ছেড়ে দেয়া হয় ওই মুস্তাফিজের ওপর। তিনি অবশ্য আগে থেকেই ইংল্যান্ডে খেলতে চাইছিলেন। সব কিছু ঠিক থাকলে ১৫ জুলাই সাসেক্সের হয়ে অভিষেক হবে তরুণ এই পেসারের।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4133
Post Views 663