MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সিরিয়ায় ২৫ শিশু নিহত: ইউনিসেফ

In আন্তর্জাতিক - Jun 27 at 5:20pm
সিরিয়ায় ২৫ শিশু নিহত: ইউনিসেফ

পূর্ব সিরিয়ায় বিমান হামলায় ২৫ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সোমবার ইউনিসেফের এক বিবৃতির বরাতে এ সংবাদ দিয়েছে ইয়াহু নিউজ।

দেশটির দেইর আল জোর প্রদেশের আল কুরিয়া শহরে ধ্বংস্তুপের নিচ থেকে এ শিশুদের মরদেহে উদ্ধার করেছে স্বাস্থ্যকর্মীরা। নিজেদের স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে ইউনিসেফ।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও (এসওএইচআর) শনিবার এ হামলার তথ্য জানিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, সিরিয়া বা রাশিয়ার পরিচালিত বিমান হামলায় আল কুরিয়ায় অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইউনিসেফ এক বিবৃতিতে জানায়, ‘আল কুরিয়ার ব্যাপক জনবসতিপূর্ণ স্থানগুলোতে অন্তত তিনটি হামলার ঘটনা ঘটে। এর মধ্যে একটি হামলার লক্ষ্যবস্তু ছিল মসজিদ।’ এ ধরনের হামলাসহ যেকোনো প্রকারের সহিংসতা থেকে শিশুদের নিরাপদে রাখার আহবান জানানো হয় ইউনিসেফের বিবৃতিতে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5411
Post Views 80