MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এই শিশুটির পিছনে দুই ক্রিকেটার ছুটছেন কেন? জানলে আপনি স্যালুট জানাবেন।

In খেলাধুলার বিবিধ - Jun 27 at 3:44pm
এই শিশুটির পিছনে দুই ক্রিকেটার ছুটছেন কেন? জানলে আপনি স্যালুট জানাবেন।

ছবিতে দেখা যাচ্ছে, এক শিশুর পিছনে ছুটছেন দুই ক্রিকেটার। কিন্তু কেন? ক্রিকেটাররা ছুটছেন কেন? শিশুটা কী এমন কাণ্ড করল? এ নিয়ে কৌতূহলের সীমা নেই ক্রিকেটভক্তদের। কারণটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানে।

আমরা সবাই জানি ক্রিকেটাররা দেশের বিভিন্ন সমাজকল্যানমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকে। জন-কল্যানমুলক বিভিন্ন অনুষ্ঠানেও ছুটে আসেন। এরকমই এক অনুষ্ঠানে এসেছিলেন যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে দুই ক্রিকেটার।

দেশের শিশুদের পোলিও খাওয়ানোর একটি অনুষ্ঠানে এসেছিলেন ওই দুই ক্রিকেটার। কিন্তু ওই শিশুটি পোলিও নিতে অস্বীকার করে। আর সেটা জানার পরেই সংশ্লিষ্ট শিশুটিকে ধরার জন্য ছুটতে শুরু করেন তারা।

Googleplus Pint
Noyon Khan
Posts 2753
Post Views 613