MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ইয়েমেনে সংঘর্ষে নিহত ৪১

In আন্তর্জাতিক - Jun 27 at 1:47pm
ইয়েমেনে সংঘর্ষে নিহত ৪১

ইয়েমেনে সরকার বাহিনী এবং শিয়া বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। দেশটিতে যুদ্ধ-সংঘাত অবসানে শান্তি আলোচনা চলছে। ইতোমধ্যেই শান্তি আলোচনা আরো এগিয়ে নিতে কুয়েতে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর অনুগত বিদ্রোহী গোষ্ঠী এবং তাদের জোট এর আগে কুবেইতা শহর দখল করে নেয়। ওই শহরটি লাহজ এবং তায়েজ প্রদেশের সীমান্তে অবস্থিত।

কর্মকর্তারা জানিয়েছেন, কুইবাইতা এবং কিরস এলাকায় সৌদি জোটের বিমান হামলায় ১১ বিদ্রোহী নিহত হয়েছে।

এছাড়া লাহজ এবং তায়েজে সংঘর্ষের ঘটনায় পাঁচ বিদ্রোহী এবং সরকার বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে। এছাড়া তায়েজ শহরে সংঘর্ষে আরো ছয় সেনা নিহত হয়েছে।

এক সেনা কর্মকর্তা জানিয়েচেন, ওই এলাকার বিদ্রোহীরা একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইয়েমেনের উত্তরাঞ্চলে গত ২৪ ঘণ্টায় সংঘর্ষের ঘটনায় ৯ বিদ্রোহী এবং সাত সেনা নিহত হয়েছে।

চলতি বছরের এপ্রিলের ১১ তারিখ থেকে জাতিসংঘ যুদ্ধবিরতি ঘোষণার পরেও দেশটিতে ক্রমাগত সংঘর্ষ লেগেই আছে। এসব সংঘর্সের কারণে কুয়েতে অনুষ্ঠিত শান্তি আলোচনা খুব বেশি ফলপ্রসূ হচ্ছে না।

শান্তি আলোচনায় অংশ নিতে শনিবার কুয়েতে পৌঁছেছেন বান কি মুন।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5421
Post Views 50