MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

তাদের ষোলআনাই খাঁটি প্রেম!

In বিবিধ বিনোদন - Jun 27 at 9:17am
তাদের ষোলআনাই খাঁটি প্রেম!

বেশ কিছুদিন ধরেই চাপা কানাঘুষা চলছে সম্পর্ক ভালো যাচ্ছে না রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের। কিন্তু এই জল্পনার আগুনে রণবীর নিজে জল ঢেলে বুঝিয়ে দিলেন তাদের ষোলআনাই খাঁটি প্রেম। শুধু তাই নয়, তাদের প্রেমের সম্পর্ক আরো শক্ত বন্ধনে পরিণত হচ্ছে।

আইফা অ্যাওয়ার্ড উপলক্ষে বলিউডের তারকারা এখন রয়েছেন স্পেনে। সেখানেই এবার ১৭তম আসর অনুষ্ঠিত হয়েছে। আইফা সেরা অভিনেতা ও অভিনেত্রীর তাজ উঠেছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের মাথায়। আর সেখানেই বাজিরাও (রণবীর) জানিয়েছেন তার মাস্তানির কথা। তা ছাড়াও এ বিষয়ে রণবীর তার টুইটারে লিখেছেন, ‘লীলা হোক, আর মাস্তানি (দীপিকা) আমার কাছে সবসময় সেরা।’

রামলীলা সিনেমার শুটিং সেট থেকে শুরু হয় রণবীর-দীপিকার প্রেম।আর ‘বাজিরাও মস্তানি’ সিনেমায় সেই রসায়নই দেখতে পেয়েছেন দর্শকরা। যদিও এখন পর্যন্ত কেউই নিজের মুখে তাদের প্রেমের কথা স্বীকার করেননি।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2550
Post Views 392