MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

আজব কারবার, বিড়াল নিয়ে ভোটাভুটি!

In সাধারন অন্যরকম খবর - Jun 26 at 7:40pm
আজব কারবার, বিড়াল নিয়ে ভোটাভুটি!

আজব কারবার, যে বিড়াল মানুষ দেখলে দৌড়ে পালায় সেই বিড়াল নিয়ে আবার ভোটাভুটি। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

দেশটির একটি গণগ্রন্থাগারে প্রায় ছয় বছর ধরে বসবাস করছে একটি বিড়াল। ওই বিড়ালটির নাম ব্রাউজার। এখন বিড়ালটির অন্য কোথাও ঠিকানা হবে। কারণ টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থ নগর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাপারটা অবশ্য খুব সহজ ছিল না। ব্রাউজারের বিরোধী যেমন আছে, তেমনি অনুরাগী-সমর্থকের সংখ্যাও কম নয়।

তাই বিড়ালটি ওই গণগ্রন্থাগারে থাকতে পারবে কি-না তা রীতিমতো ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত করতে হয়েছে।

শেষমেশ ঠিক হয়েছে, ৩০ দিনের মধ্যে বিড়ালটির জন্য নতুন আবাস খুঁজে বের করতে হবে।

নগর পরিষদের সদস্য এলজি ক্লেমেন্টস ১৪ জুন ওই বিড়াল নিয়ে সমস্যা নিরসনের লক্ষ্যে বৈঠক ডাকেন। এরপর বিষয়টি ভোটাভুটিতে গড়ায়।

মেয়র রন হোয়াইট স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সিটি হলের কোনো কর্মী পোষা বিড়াল নিয়ে অফিসে প্রবেশ করতে পারেন না। তাই গণগ্রন্থাগারেও বিড়াল রাখার সুযোগ নেই। ব্রাউজারকে নিয়ে এতদিন কোনো আপত্তি উঠেনি,তাই থেকেছে।

অবশ্য ব্রাউজারের সমর্থকরা হাল ছাড়েননি। পরিষদের সাবেক সদস্য অ্যালান প্রাইস বলেছেন, বিড়ালটির পুনর্বহাল চেয়ে তারা একটি আবেদন করবেন।

শিশুরা বিড়ালটিকে খুব ভালোবাসে। ও তো শুধু একটা বিড়াল নয়, সবার আপনজনের মতো। ছয় বছর ধরে বসবাস করছে।

ফেসবুকে ব্রাউজারের নিজস্ব পেজ পর্যন্ত রয়েছে। তার বন্ধু ও সমর্থকরা আগামী নভেম্বরে একটি পিটিশন করবেন। প্রয়োজনে এ বিষয়ে আবার ভোটাভুটির দাবি জানানো হবে।

ফ্রেন্ডস অব দ্য হোয়াইট সেটলমেন্ট পাবলিক লাইব্রেরির প্রেসিডেন্ট লিলিয়ান ব্ল্যাকবার্ন বলেন, তারা বিড়ালটির ভালোর জন্য যেকোনো উদ্যোগ নিতে প্রস্তুত।

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Noyon Khan
Posts 3450
Post Views 238