MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বক্স অফিসে বিতর্কিত ‌‘উড়তা পাঞ্জাব’র সাফল্য

In সিনেমা জগৎ - Jun 26 at 4:55pm
বক্স অফিসে বিতর্কিত ‌‘উড়তা পাঞ্জাব’র সাফল্য

বলিউডের মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে তুমুল আলোচিত পরিচালক অভিষেক চৌহানের ছবি ‘উড়তা পাঞ্জাব’। সেন্সর বোর্ডে আটকে যাওয়ার পর নানা বিতর্কের জন্ম দিয়ে ছবিটি মুক্তি পায় গত ১৭ জুন।

মুক্তির আগেই সেন্সর ভার্সন ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছিলো ‘উড়তা পাঞ্জাব’ নির্মাতাদের মনে।

তবে সব আশংকাকে হাওয়ায় উড়িয়ে সাফল্যের আকাশেই উড়ছে শাহিদ-আলিয়া জুটির দ্বিতীয় ছবিটি। বক্স অফিসে রীতিমত চমক দেখাচ্ছে ছবিটি!

জানা যায়, ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছে প্রায় ১০ কোটি রুপি। শুধুমাত্র দিল্লী আর পাঞ্জাব থেকে আয়ের অংকটাই ছিলো এতো বড়! মুক্তির তৃতীয় দিনে ছবিটির আয় করে ২১ কোটি ৫০ লাখ রুপি। আর এরই মধ্যে অতিক্রম করেছে ৫০ কোটির মাইলফলক!

ভারতের একজন নেতৃস্থানীয় বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ‘উড়তা পাঞ্জাব’ এর আয় নিয়ে টুইট করেন। তিনি লিখেন, উড়তা পাঞ্জাব- শুক্রবার ১.৪০ কোটি, শনিবার ২.১০ কোটি। ভারতে মোট ৫২ কোটি।

উল্লেখ্য, এ ছবিটিতে একসাথে অভিনয় করেছেন আলিয়া ভাট, কারিনা কাপুর ও শহিদ কাপুর।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 287